শিঞ্জিনী 2
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৭ জানুয়ারি, ২০১৩, ০৩:০৮:১৩ রাত
শিঞ্জিনী,
আমারে ছাড়িয়া আজিকে তোমার মনে কতত ব্যাথা জানি হায়!
তাইতে বসি কাঁদিতেছ কি একা নিভৃতে নিরালয়।
আমিতো আজও ঢেড় দাড়ায়ে সেই সাগরের তীরে
যেথায় আমিতে তোমাতে মেতেছিলেম সেদিন আনন্দ কলরবে।
সেথায় আজ আর দক্ষিণ বাতাস শুনায় না এসে গান
হৃদয়ে জাগায় না পুলকি আবেশ, ব্যাকুলি উঠেনা প্রাণ।
সারাদিন ভরি মিছে ফুল তুলি, ভাবি তুমি এলে বুঝি!
গোধুলী লগনে ধোয়াসে চোখে তোমারেই শুধু খুঁজি।
ভাবি সবেতো একদিন হলো, তাতেই একি দশা!
না জারি পুরটা জনম কেমন করিয়া যায়!
তবে কিবা ছিলো এত ভালোবাসা,
যদি যাবে চলে, ফিরিবেনা ভাঙি তান।
তবে কি হবে এত গান,
কি হবে এত কবিতাগুলি?
যা দক্ষিণ দোয়ার খুলি ভেসে যাবে তোমা দ্বারে।
তুমি আসিতে নিশীথে মোর স্বপনতরে।
তাহা আজিকে শুধু আশানল।
ছায় করে দেয় হৃদয় আঁচল।
তবু বসে আছি তোমা পথে,
যদি ফিরে আস সময়ের কোন প্রাতে।
দেখিবে সেই আমি আর এই সবই তোমা সাথে।
১৪ মাঘ ১৪১৯
প্রভাত
বিষয়: সাহিত্য
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন